আপনজন ডেস্ক : ভারতীয় দলের আর্মব্যান্ডের দায়িত্ব না পেলেও, আইপিএলের সফলতম অধিনায়ক হলেন রোহিত শর্মা। মোট ৫বার আইপিএলের শিরোপা জিতেছেন তিনি। আইপিএলে সাফল্যে তাঁর ধারেকাছে কেউ নেই। একইসঙ্গে তিনি আইপিএল থেকে রেকর্ড পরিমাণ অর্থ আয় করে সবাইকে চমকে দিয়েছেন। জানা গিয়েছে, আইপিএল থেকে এখনও পর্যন্ত ১৩১ কোটি টাকা উপার্জন করেছেন রোহিত। এর আগে ২০০৮ সালে প্রথম আইপিএল শুরুর সময় ডেকান চার্জার্স নিলামে ৩ কোটি টাকায় নিয়েছিল রোহিতকে। পরের দুই বছর ধরে ওই টাকায় পেয়েছিলেন তিনি। ২০১১ আইপিএলে কোনও ক্রিকেটারকে ধরে রাখেনি ডেকান চার্জার্স। নিলামে মুম্বই ইন্ডিয়ান্স ৯.২ কোটি টাকায় নেয় তাঁকে। তখন থেকেই মুম্বইয়ে রয়েছেন তিনি। ২০১২ ও ২০১৩ সালের আইপিএলেও ওই টাকাই তিনি পান। ২০১৪ সালের আইপিএলে তাঁর মূল্য বেড়ে দাঁড়ায় ১২.৫ কোটি টাকা। ২০১৫ থেকে ২০১৭, এই তিন বছরও রোহিত পান ১২.৫ কোটি টাকা করে। ২০১৮ সালে বিসিসিআই প্রথম পছন্দের রিটেন হওয়া খেলোয়াড়দের দর বাড়িয়ে দেয়। রোহিতকে সে বার মুম্বই ১৫ কোটি টাকায় রাখে। সেই টাকায় প্রতি বছর পাচ্ছেন হিটম্যান। সব মিলিয়ে আইপিএল থেকে চুক্তিবাবদ ১৩১ কোটি টাকারও বেশি উপার্জন করেছেন রোহিত। সে জায়গায় কোহলি আইপিএল থেকে চুক্তি বাবদ ১২৬ কোটি টাকা উপার্জন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct