আল আমিন : গত আগস্টে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে লজ্জার হার হয়েছিল বার্সেলোনার। ৮ গোল হজম করতে হয়েছিল। তারপরই মেসি সাফ জানিয়ে দেন অবিলম্বে ক্লাব ছাড়তে চান। নানান টানাপোড়েনের পর শেষ পর্যন্ত আইনি জটিলতা সহ, রিলিজ ক্লজ জনিত সমস্যার কারণ শেষ পর্যন্ত বার্সা তেই থেকে যেতে হয় মেসি কে।
২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে মেসির, তারপর কি মেসি বার্সা তেই থেকে যাবেন ? ইতিমধ্যে এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। এরই মধ্যে মেসি কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী।
আগামী ২৪ জানুয়ারি বার্সেলোনার নির্বাচন। আর তার সেই নির্বাচনে সভাপতি পদ প্রার্থী এমিলি রোসাড, মেসি কে নিয়ে সরাসরি মন্তব্য করে বলেছেন, হয় কম বেতনে থাকতে হবে, রাজি না হলে বার্সা ছেড়ে চলে যেতে হবে মেসি কে। তিনি সভাপতি সভাপতি নির্বাচিত হলে কিভাবে বার্সার হৃতগৌরব পুনরুদ্ধার করবেন তিনি, তা নিয়ে সাক্ষাৎকার দিতে বলেন এই মুহূর্তে ওর বেতন অনেক বেশি। আমাদের পক্ষে টানা সম্ভব নয়।’ তিনি আরো বলেন ‘মেসির হাত ধরে বার্সার সেরা ইতিহাসগুলো রচিত হয়েছে এবং কিংবদন্তিদের আমরা সম্মান জানাই; কিন্তু বাস্তব তো বাস্তবই। আমরা বেতন কমানোর প্রস্তাব দেব, যদি রাজি না হয়, মেসি এখানে থাকবে না, চলে যেতে হবে।’ যদিও ফুটবল ফুটবল বিশেষজ্ঞ দের দাবি রোসাড নির্বাচনে জয়ী হওয়ার জন্য এই রকম মন্তব্য করেছেন। তার এই মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct