আপনজন ডেস্ক: গত সপ্তাহে দক্ষিণ ২৪ পরগণায় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলার পর্যবেক্ষক জানিয়েছেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্দেশ এসেছে। আমায় গাড়ির সামনের সিটে বসতে নিষেধ করা হয়েছে। শুনেছি বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে।'
এর আগে গত সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে নাড্ডার কনভয়ে হামলা চলেছিল।সেই কনভয়ে ছিল কৈলাস বিজয়বর্গীয়র গাড়িও। চলন্ত গাড়িতে উড়ে এসে ইট। তাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। তাতে কৈলাসের বাঁ হাতের কনুইয়ে আঘাত লাগে। মুকুল রায়ের গাড়ির ওপরেও উড়ে আসে ইট। তাতে আঙুলে গুরুতর চোট পান।রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র সমালোচনা করে কৈলাস বলেন, 'বাংলায় আইনশৃঙ্খলা বলে আর কিছু অবশিষ্ট নেই। বল্গাহীন হিংসা চলছে।' বর্তমানে পশ্চিমবঙ্গে অধিকাংশ সময়ই থাকেন কৈলাস। সংগঠন গোছানোর কাজে এ জেলা, সে জেলা ছুটে বেড়ান। অনেকে মনে করছেন সে কারণেই কেন্দ্রীয় নেতার নিরাপত্তা বাড়ানো হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct