আপনজন ডেস্ক: মাসখানেক আগে অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন, সে রাজ্যে থাকা প্রায় ৬০০ সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। সেই ঘোষণার সিলমোহর মিলেছে অসমের বিজেপি মন্ত্রিসভার। রবিবার অসমের পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়ে দিলেন, ২৮ ডিসেম্বর শুরু হতে যাওয়া রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনেই এ ব্যাপারে বিল পেশ করা হবে। ওই বিল পাস হওয়ার ফলে যেমন অসমের মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হবে, তার পাশাপাশি অবশ্য সংস্কৃত টোল শিক্ষা কেন্দ্রগুলিও বন্ধ হয়ে যাবে। যদিও অসমে সংস্কৃত টোল শিক্ষা কেন্দ্র হাতে গোনা। আর ছাত্র সংখ্যাও খুবই নগণ্য। কিন্তু সেকানে ৬১০টি মাদ্রাসা বন্ধ হলে যেমন বিপুল সংখ্যক মূলত সংখ্যালঘু পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে তেমনি চাকরি জারাবেন হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা।
যদিও অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দাবি, মাদ্রাসায় কেবল মুসলিমরাই ইসলাম ও কুরআনভিত্তিক বিষয় পড়ে। আর তাতে ২০০ নম্বর থাকায় অন্য ধর্মের পড়ুয়ারা সেই নম্বর পায় না। সেজন্য মাদ্রাসায় ইসলামি শিক্ষা বন্ধ করে আধুনিক শিক্ষা চালূ করা হবে, যাতে সবাই পড়তে পারে। যদিও শিক্ষককের চাকরি যাবে না বলে আশ্বাস দেন। কিন্তু যেখানে আরবি বা ইসলামি বিষয়টি থাকবে না। মাদ্রাসা বন্ধ হয়ে যাবে সেখানে কী করে তাদের চাকরি থাকবে তা নিয়ে কিছু বলেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct