আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে মিথ্যার আশ্রয় নিয়ে সোশ্যাল মিডিয়া ট্যুইটারকে ব্যবহার করার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। তার জেরে ট্যুইটার কর্তৃপক্ষ আগেই হুঁশিয়ারি দিয়েছিল ট্রাম্পের সোশ্যাল মিডিয়ার একাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।
সে পদক্ষেপের প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিল ট্যুইটার কর্তৃপক্ষ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ট্যুইটগুলির লাইক, কমেন্ট এবং রিটুইট অপশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। এছাড়া তার ট্যুইটগুলির লিংকও শেয়ার করার ক্ষেত্রেও অপশন বন্ধ। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা বলার ‘অপরাধে’ তার ট্যুইট ফ্ল্যাগ করেছিল ট্যুইটার।
তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, নির্বাচনে জালিয়াতির বিষয়ে মিথ্যা বলায় ট্রাম্পের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছে ট্যুইটারগুলি । তবে ট্যুইটার বলছে অসাবধানতাবশত ট্রাম্পের ট্যুইটের অপশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু, কবে থেকে তা ফের চালু করা হবে তা নিয়ে ট্যুইটারকে তরফে কিছু বলা হয়নি।
এই বিষয়ে ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়, অসাবধানতাবশত ট্রাম্পের টুইটের ওই অপশনগুলি বন্ধ হয়ে গিয়েছে। পরে তা চালু করে দেওয়া হবে। তবে বিকৃত বা ভুয়া তথ্য সম্বলিত ট্যুইটকে ফ্ল্যাগ করবে ট্যুইটার। কোনও ইউজার ওই ট্যুইট ব্যবহার করতে গেলে তাকে সতর্ক করবে কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct