আপনজন ডেস্ক: গ্লোবাল নলেজ ইনডেক্সে আবারও প্রথম স্থান অধিকার করল সুইজারল্যান্ড। বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন যৌথভাবে ২০২০ সালের গ্লোবাল নলেজ ইনডেক্স (জিকেআই) প্রকাশ করে। তাতে গ্লোবাল নলেজ ইনডেক্সে প্রথমে আছে সুইজারল্যান্ড। বিষয় জ্ঞানের সূচকটি তৈরি করতে শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন ও উদ্ভাবনসহ সাতটি বিষয়কে বিবেচনা করা হয়েছে।
তবে গ্লোবাল নলেজ ইনডেক্স ২০২০ এর তালিকায় শীর্ষ ১০টি দেশ হল- সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সিঙ্গাপুর, ডেনমার্ক, যুক্তরাজ্য এবং হংকং ও চিন (যৌথ)।
অন্যদিকে, দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে ভারত, সর্ব নিম্নে বাংলাদেশ। ৪৪ দশমিক ৪ স্কোর নিয়ে বিশ্বে ৭৫তম ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার প্রথমে রয়েছে ভারত। এর পরই ৪২ দশমিক ১ স্কোর নিয়ে বিশ্বে ৮৭তম ও দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে আছে শ্রীলংকা। আর বাংলাদেশের অবস্থান ১৩৮টি দেশের মধ্যে ১১২তম।
এ বছর গ্লোবাল নলেজ ইনডেক্সের তালিকায় ৭৩ দশমিক ৬ স্কোর নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড। এ নিয়ে টানা চতুর্থবারের মতো দেশটি শীর্ষ স্থান ধরে রেখেছে।
তালিকায় ৭১ দশমিক ১ স্কোর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় ও ৭০ দশমিক ৮ স্কোর নিয়ে ফিনল্যান্ড তৃতীয় অবস্থানে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৪০ দশমিক ৯ স্কোর নিয়ে ভুটান তৃতীয়, ৩৬ দশমিক ২ স্কোর নিয়ে নেপাল চতুর্থ ও ৩৫ দশমিক ৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে পাকিস্তান।
আর সূচকে ৩৫ দশমিক ৯ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার সবার নিচের অবস্থানে বাংলাদেশ।
সূচক তৈরির ক্ষেত্রে সাতটি সেক্টরের অধীনে ১৩৩টি বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এগুলো হল প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি এবং সাধারণ সহায়ক পরিবেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct