সেখ মতিয়ার, উলুবেড়িয়া: সাম্য-সুবিচার- সৌভাতৃত্ব, সুস্থ সমাজের মূলমন্ত্র। তাই সৌভ্রাতৃত্ব, সম্প্রীতির বার্তা দিয়ে মানবাধিকার রক্ষার ডাক দিয়ে প্রচারাভিযানে নেমেছে জামায়াতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ শাখা।
জামায়াতের বক্তব্য, মানব সমাজ আজ অন্যায়, অত্যাচার, শোষণ, নিপিড়ন, বঞ্চনা, লোভ, লালসা, কামান্ধতার লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। এর হাত থেকে বাঁচতে, শান্তি, সম্প্রীতি, সাম্য, সুবিচার ও সৌভাতৃত্বের বাতাবরণ তৈরীর উদ্যোগে দশ থেকে ষোলই ডিসেম্বর দুহাজার কুড়ি পর্যন্ত প্রচারাভিযান চালাবেন জামায়াতে ইসলামী হিন্দ -এর কর্মীরা।
জীবনের অধিকার , কাজের অধিকার, ন্যূনতম মজুরি, স্বাস্থ্য, খাদ্য, ধর্ম, সাম্য,শিক্ষা, সংখ্যা লঘু, আর.টি.আই, জেল বন্দী, রিফিউজি পুনর্নির্মাণ এর অধিকার লঙ্ঘিত হচ্ছে ।
নারী নির্যাতন, নারী পাচার,দলিত নির্যাতন, শিশু শ্রম, শিশু যৌণ নিগ্রহ ও বে-আইনি গ্রেফতার বাড়ছে । এর প্রতিবাদ জানিয়ে শ্যামপুর এক ব্লকের নবগ্রাম অঞ্চলের কোলিয়া মোড়ে সভা অনুষ্ঠিত করল জামায়াতে ইসলামী হিন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct