সজিবুল ইসলাম, জলঙ্গি: আবারো জলঙ্গি থানার পুলিশের মানবিক মুখ সামনে এল। গত সোমবার জলঙ্গি থানায় খবর আসে ঘোষপাড়া এলাকার এক অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স পাচ্ছে না শিশুর পরিবার। খবর পেয়েই জলঙ্গি থানার ওসির নির্দেশে এসআই মহম্মদ খুরশিদ আলম পরিবারের কাছে গিয়ে অ্যাম্বুল্যান্সের সুব্যবস্থা করে দেন।
ঘোষপাড়া অঞ্চলের পাঁচ বছরের শিশু আয়েষা সিদ্দিকি গত দুই বছর ধরে যকৃত রোগে আক্রান্ত,সেই রোগের চিকিৎসা করতে যাবার কথাছিল হাসপাতালে। বাড়ি থেকে বেরিয়ে কোনো গাড়ি পাচ্ছিল না পরিবার। এস আই খুরশিদ আলম অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা পাশাপাশি অ্যাম্বুলেন্সের ভাড়াও মিটিয়ে দিয়েছেন।এমনকি চিকিৎসার শিশুর পরিবারের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় থানার পক্ষ থেকে।
আজ হাসপাতাল থেকে ছুটি পেয়ে ওসি ও আলম অফিসারের সঙ্গে জলঙ্গি থানায় দেখা করতে আসেন আয়েষা ও তার বাবা তখন জলঙ্গি থানার পক্ষ থেকে ওসি উৎপল কুমার দাস ও এস আই আলম শিশুটির হাতে শীতবস্ত্র ও আর্থিক পাঁচ হাজার টাকা তুলে দেন জলঙ্গি থানায়। ভবিষ্যতেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওসি উৎপল ও খুরশিদ।
এর আগেও বিভিন্ন ভাবে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে জলঙ্গি থানার পুলিশকে। এই ঘটনায় এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন জলঙ্গি থানার পুলিশকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct