রাজু আনসারী, অরঙ্গাবাদ: কেন্দ্রের নয়া কৃষি আইন ও এনআরসি-সিএএ'র বিরুদ্ধে পথে নামলো জামায়াতে ইসলামী হিন্দ। শনিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ড ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে বিশাল মানববন্ধন করে জামায়াত। এই প্রতিবাদ সভায় কয়েকশো মহিলা ও শিশু সহ সাধারণ মানুষ সামিল হন। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের ব্লক সভাপতি তারিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াকিল আহমেদ, নাবিক পত্রিকার সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
পরে জামায়াতে ইসলামী হিন্দেয়র সামসেরগঞ্জ ব্লক সভাপতি তারিকুল ইসলাম জানান, সাম্য, সুবিচার, সৌভ্রাতৃত্ব: সুস্থ সমাজের মূল মন্ত্র শীর্ষক মানবাধিকার সংরক্ষণ প্রচারাভিযানের অংশ হিসাবে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল, সিএএ-এনআরসি বাতিল ও ধর্ষণ, হত্যা, নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হয়ে মানববন্ধনে সামিল হন মহিলারা। ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা এই প্রতিবাদ সভা আয়োজন করেছি। অবিলম্বে কৃষি আইন ও এনআরসি বাতিল না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct