আপনজন ডেস্ক: অস্ট্রিয়ার মুসলিমদের জন্য সুখবর বয়ে আনল সে দেশের সাংবিধানিক আদালত। অস্ট্রিয়ার সাংবিধানিক আদালতের প্রধান ক্রিস্টোফ গ্রেবেনওয়ারটার শুক্রবার জানিয়েছেন, অস্ট্রিয়ায় ১০ বছরের বেশি বয়সি মুসলিম মহিলারা এবার থেকে হিজাব পরতে পারবে। তাদের উপর ঠেকে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।
তার ফলে, অস্ট্রিয়ায় ১০ বছরের বেশি বয়সী মেয়ে শিক্ষার্থীদের মাথা ঢেকে হিজাব পরিধানে আর বাধা থাকল না। অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে হিজাব পরিধানে নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক। এটিকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পথে অন্তরায় বলে জানায় আদালত কৃর্তৃপক্ষ।
এই নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ক্রিস্টোফ গ্র্যাবেনওয়ার্টার বলেন, ‘কেবল মুসলিম শিক্ষার্থীদের বিরুদ্ধে এ আইনটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জারি করা হয়েছিল। যেটা শিক্ষা কার্যক্রমে চরম বৈষম্য তৈরি করেছে। আইনটির মাধ্যমে মুসলিম নারী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগকে সীমিত করার ঝুঁকি আছে এবং তাদেরকে সমাজ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা আছে।’
গত বছরে অস্ট্রিয়া হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করে। আইনে মাথা ঢেকে রাখা বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের ১০ বছর বয়সী শিক্ষার্থীদের ‘ধর্মীয় পোশাক’ দিয়ে মাথা ঢাকার নিষেধাজ্ঞা’র কথা বলা হয়। এতে সবার মাথা ঢেকে রাখ নিষেধ করা হয়নি। এমনকি শিখ ছেলেদের মাথা ঢাকা বা ইহুদী ধর্মাবলম্বীদের ধর্মীয় টুপি এর আওতায় না থাকার কথা জানিয়েছিল সরকার। কেবল মুসলিমদের মাথা ঢাকা নিষেধ করতেই আইনটি প্রণয়ন করা হয়েছিল।
গ্রাবেনওয়ার্টার আরও জানান, ‘শিক্ষাক্ষেত্রে শুধুমাত্র মুসলিমদের ধর্মীয় পোশাক নিষেধাজ্ঞার ফলে সমাজে কলঙ্কজনক শ্রেণিবৈষম্য তৈরি হতে পারে। তাছাড়া নিষেধাজ্ঞা আইনটি সংবিধানের মূলভিত্তি নিরপেক্ষতা নীতি লঙ্ঘন করে। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct