মহাত্মাগান্ধী জাতীয় কর্ম সুনিশ্চিতকরণ প্রকল্প বা একশো দিনের কাজে দেশের প্রথম পূর্ব বর্ধমান জেলা। এক থেকে দশের মধ্যে রয়েছে এই রাজ্যের আরও এক জেলা 'কোচবিহার'। প্রশাসন সূত্রে জানাগেছে, ২০১৭-১৮ আর্থিক বছরে এই প্রকল্পে সামগ্রীকভাবে ভাল কাজের নিরিখে দেশের মধ্যে ১০ টি সেরা জেলাকে বেছে নিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকে গ্রামোন্নয়ন মন্ত্রক পুরস্কারের কথা জানাতেই খুশির হাওয়া জেলাজুড়ে। দুই জেলাকে অভিনন্দন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ সেপ্টেম্বর দিল্লিতে পুরস্কার দেওয়া হবে এই দুই জেলাকে।
জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, "গত আর্থিক বছরে শ্রম দিবস সৃষ্টিতে দেশের মধ্যে সবার আগে পূর্ব বর্ধমান। ২.৯৩ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে জেলায়। এছাড়া শ্রমিকরা গড়ে ৬৫.৯ দিন কাজ পেয়েছে। যা তার আগের আর্থিক বছরের তুলনায় অনেক বেশি। পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি, অপুষ্টি দূরীকরণে বিশেষ ব্যবস্থা নেওয়া, ইকোপার্ক তৈরি, প্রভৃতি কাজ করেছে।
কৃতজ্ঞতা: পুবের কলম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct