আপনজন ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গধ্বনিকে সামনে রেখে তৃণমূলের শক্ত ঘাঁটি কতটা তা একবার যাচাই করতে বিধায়করা কর্মীদের নিয়ে রাস্তায় নামলেন। ২০২১ নির্বাচনকে পাখির চোখ করে এবং বঙ্গধ্বনিকে সামনে রেখে ক্যানিং বাসন্তী গোসোবা জীবনতলা এই সমস্ত বিধানসভায় বিধায়করা কর্মী-সমর্থকদের কে নিয়ে রাস্তায় নামলেন। কোথাও বাইক অটো মিছিল, আবার কোথাও পায়ে হেঁটে। শুক্রবার সকালে কয়েকশো মানুষের সঙ্গে নিয়ে বাংলার গর্ব মমতা মিছিলে অংশগ্রহণ করেন ক্যানিং পশ্চিম এর বিধায়ক শ্যামল মণ্ডল, শৈবাল লাহিড়ী সহ ব্লক নেতৃত্ব। অন্যদিকে চুনাখালী বাজার থেকে গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর কয়েকশো পুরুষ ও মহিলা সঙ্গে নিয়ে তৃণমূলের রিপোর্ট কার্ড উদ্বোধন করেন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দনেশ্বর হাই স্কুল মাঠ থেকে বনগ্রাম প্রাইমারি স্কুল পর্যন্ত বঙ্গধ্বনী যাত্রা মিছিল করেন কয়েক শ’ মানুষ। কালিবাড়ি বাজার থেকে কালিকাতলা বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা বঙ্গ ধ্বনি যাত্রা মিছিল করেন বিধায়ক সওকাত মোল্লা। বিধায়ক সওকাত মোল্লা বলেন বাংলার মাটিতে এক ইঞ্চি ছাড়া হবে না বিজেপিকে। সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। তিনি আরো বলেন, অবিলম্বে দেশের কৃষি বিল আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তা প্রত্যাহার করতে হবে। ক্যানিং পশ্চিম-এর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী স্বাস্থ্য সাথী একাধিক প্রকল্প এই রাজ্যের মানুষের উন্নয়নের জন্য করেছে তৃণমূল সরকার। লক্ষ লক্ষ মানুষের জন্য উন্নয়নই হাতিয়ার। তিনি আরও বলেন, ক্যানিং সম্প্রীতির মাটি। এই পবিত্র মাটিতে বিজেপি সম্প্রদায়িক দলের কোনও স্থান নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct