মিনাখাঁ : বিধানসভা নির্বাচনের আগে বিগত দশ বছরের কাজের ক্ষতিয়ান তুলে ধরতে এবং দলীয় কর্মী ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি বিধানসভায় বঙ্গ ধ্বনি যাত্রা করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে শুক্রবার মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষা রানী মন্ডল এর উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রার শুভ সূচনা হয়। এদিন মিনাখাঁর কুলটি গ্রাম পঞ্চায়েতের ঝারা তলা বাজার থেকে চাঁতরা বাজার পর্যন্ত কয়েক হাজার তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই বঙ্গধ্বনি যাত্রা করেন মিনাখাঁ বিধানসভার বিধায়িকা ঊষা রানী মণ্ডল। এই বঙ্ ধ্বনি যাত্রায় বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল, তৃণমূল নেতা মিলন সরদার সহ আরো অনেকে। এই বঙ্গ ধ্বনি যাত্রার আগে তৃণমূলের রিপোর্ট কার্ডের উদ্বোধন করেন বিধায়িকা ঊষা রানী মন্ডল। বিগত ১০ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়ন করেছে তার খতিয়ান লেখা একটি রিপোর্ট কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দেন বিধায়িকা। আগামী কয়েকদিন ধরে মিনাখাঁ বিধানসভার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে এই বঙ্গ ধ্বনি যাত্রা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct