আপনজন ডেস্ক: ইউপিএ'র চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে এলেন মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার। এদিন শিবসেনার তরফে জানানো হল, শরদ পাওয়ার সত্যিই চেয়ারম্যানের দায়িত্ব নিলে তারা অত্যন্ত খুশি হবে। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি, শরদ পাওয়ার নাকি চেয়ারম্যান হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাঁর কথায়, 'আমরা খুশি হব শরদ পাওয়ার স্যার ইউপিএ চেয়ারম্যান হলে। কিন্তু আমি শুনেছি, উনি নাকি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে সত্যিই এমন কোনও প্রস্তাব এলে আমরা ওঁকে সমর্থনই জানাব। কংগ্রেস এখন দুর্বল হয়ে গিয়েছে। তাই বিরোধী দলগুলির উচিত একত্রিত হয়ে ইউপিএ'কে জোরদার করে তোলা।' এর আগে শরদ পাওয়ারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সঞ্জয় রাউত। তিনি বলেছিলেন, 'দেশকে নেতৃত্ব দেওয়ার সব গুণই রয়েছে বর্ষীয়ান এনসিপি নেতার মধ্যে। তিনি দেশের মানুষের 'পালস' বোঝেন।' এর আগে মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার চালাচ্ছে শিবসেনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct