আপনজন ডেস্ক: জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে 'প্রচার না পেয়ে নাটক' বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে ওই মন্তব্য প্রত্যাহারের দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবনে ধনকড় বলেন, 'মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে আমি লজ্জিত। গণতন্ত্র ভূলুণ্ঠিত হল। আপনার উচিত, ক্ষমা চেয়ে নেওয়া।কয়েকজন প্রশাসন কর্তা রাজনৈতিক কর্মীর কাজ করছেন। এটা বরদাস্ত হবে না। গণতন্ত্র বিপন্ন এ রাজ্যে।' একই সঙ্গে নাড্ডার ডায়মন্ড হারবার সফরে নিরাপত্তায় গলদ ছিল বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে, রাজ্যপাল এক্তিয়ারের বাইরে গিয়ে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন, তিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন বলে পাল্টা অভিযোগে শোনা গিয়েছে শাসকদলের নেতাদের গলায়। বৃহস্পতিবার রাজ্যপালের জরুরি তলব পেয়ে রাজভবনে যান মুখ্যসচিব ও ডিজিপি। কিন্তু নাড্ডার কনভয়ে হামলার ঘটনার যে বিস্তারিত রিপোর্ট ধনকড় চেয়েছিলেন, তা মুখ্যসচিব বা ডিজিপি দিতে পারেননি বলে পরবর্তীতে টুইটে জানিয়েছিলেন রাজ্যপাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct