আপনজন ডেস্ক: মোটর দুর্ঘটনায় মৃত্যুর কারণে ঘাতক বাসের ইন্সুইরেন্স কোম্পানির বিরুদ্ধে নজিরবিহীন ক্ষতিপূরণের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালতের মোটর এক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল।
জানা গেছে, ২০১৮ সালের ১১ মার্চ দুর্গাপুরের তরুণ ব্যাবসায়ী প্রদীপ কুমার ঘোষাল ঝাড়খন্ডের মিহিজাম জামতাড়া রোড ধরে নিজ টাটা সাফারি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় জামতাড়া গরাই নালার নিকট একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টাটা সাফারি গাড়িটিকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রদীপ বাবু এবং সঙ্গে সঙ্গেই মারা যান। শোকের ছায়া নেমে আসে ঘোষাল পরিবারের, শোক স্তব পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যাক্তির মৃত্যুতে মুহুর্তের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সমস্ত পরিবার। স্বামী হারা স্ত্রী সীমা ঘোষাল দ্বাদশ শ্রেণিতে পাঠরত পুত্র নাবীন ঘোষাল ও বয়স্কা মা বাবা দিশাহীন অবস্থায় ঘাতক বাসের ইন্সুইরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতি পূরণের মামলা করেন দুর্গাপুর মহকুমা আদালতে।
তাদের হয়ে দুর্গাপুর মহকুমা আদালতে মামলাটি করেন আইনজীবী আয়ুব আনসারী। তিনি জানান, দুর্ঘটনায় নিহতের পরিবারকে আদালত মোট ১ কোটি ৪৮ লাখ ২৪ হাজার ৯৭৪ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। তৎসহ ৬% হারে সুদ প্রদান করার নির্দেশ দিয়েছে আদালত। তিনি আরও বলেন, মানুষের জীবনের বিনিময়ে টাকা কখনও পরিপূরক নয়। তবুও সজন হারানো পরিবারকে কিছুটা আর্থিক স্বচ্ছলতায় ফিরিয়ে দিতে সাহায্য করবে। শুধু দুঃখ রয়ে গেল প্রদীপ বাবুর মা সাবিতা রানি ঘোষাল এই ক্ষতিপূরণের খবরটা দেখে যেতে পারলেন না। তিনি মামলা চলাকালীন পুত্র শোকেই বছর দুয়েক আগেই মারা যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct