আপনজন ডেস্ক: রাজ্য সরকারের তরফে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি রাজ্য ব্যাপী চলছে। সেখানে মানুষজন ভিড় করছেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে। সেই কর্মসূচির সঙ্গে সঙ্গে এক উন্নয়নমূলক উদ্যোগ দিতে দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফের বাঁশড়া গ্রাম পঞ্চায়েতে।
বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গাতি এস এস কে স্কুল মাঠে ২০২০-২০২১ এর উন্নয়নের তালিকা নিয়ে বৃহস্পতিবার এক গ্রাম সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর থেকে চলে এই সভা। এদিনের সভায় বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজন মন্ডল, বাঁশড়া অঞ্চলের প্রধান দীপালি মণ্ডল, পঞ্চায়েত সদস্য শাহানারা সরদার, শাহিনা সরদার, সাগরিকা হালদার, ভবতোষ মজুমদার প্রমুখ। অঞ্চলের উপপ্রধান আবুল কাশেম সরকার বলেন, আমরা সারা বছর অঞ্চলের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সহ মানুষের জলের সমস্যা মেটাতে টাইম কলের জলে সুব্যবস্থা করা হয়েছে।
সেইসঙ্গে তিনি আরো বলেন, যে সমস্ত এলাকায় বা গ্রামে অলিতে-গলিতে এখনো রাস্তার কাজ বা পানীয় জলের সমস্যা আছে আমরা খুব দ্রুত সেই সমস্ত সমস্যার সমাধান করে দেব। আপনাদের সমস্যার সমাধান দ্রুত করতে চাই। এদিনের গ্রামসভায় গ্রামের মহিলা ও পুরুষ একত্রিতভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা এই সভায় অংশগ্রহণ করেন বলে জানান উপপ্রধান কাশেম সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct