আপনজন ডেস্ক: রাজ্যব্যাপী দুয়ারে সরকার প্রকল্পটি চালু করার পর থেকেই বিভিন্ন জায়গায় মানুষের ব্যাপক ভিড় হচ্ছে। সেই রকম এক চিত্র দেখা গেলে জয়নগর ১ ব্লকের ধোসা-চন্দনেশ্বর এলাকায়। বৃহস্পতিবার ধোসা চন্দনেশ্বর পঞ্চায়েতে শুরু হয় দুয়ারে দুয়ারে সরকার। এই কর্মসূচির সুবিধা নিতে মানুষের ভিড় উপচে পড়ে।
উল্লেখ্য, এই দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে জনগণ স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, ১০০ দিনের কাজ, তপশিলি জাতি শংসাপত্র, কৃষক বন্ধু, জমি সংক্রান্ত বিষয়, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, তপশিলি বন্ধু, মানবিক, স্বাস্থ্য প্রভৃতি পরিষেবা পাবেন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই সাধারণ মানুষের সেই পরিষেবা ঠিকঠিক মিলছে কিনা তা খতিয়ে দেখতে ধোসা চন্দনেশ্বর পঞ্চায়েতে হাজির ছিলেন বারুইপুর পূর্ব বিধায়ক নির্মল চন্দ্র মন্ডল, বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, ধোসা চন্দনেশ্বর পঞ্চায়েতের প্রধান চম্পা মণ্ডল, জয়নগর ১ নম্বর ব্লক তৃনমূল সভাপতি তপন কুমার মণ্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct