আপনজন ডেস্ক: গত ফেব্রুযারি মাসে উত্তর দিল্লির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে এক মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছিল। দিল্লি হাইকোর্টে তার জামিন মঞ্জুর করেছে।
অ্যাডিশনাল সলিসিটর জেনারেলে প্রতিনিধি তার বিরুদ্ধে অভিযুক্ত দাঙ্গায় জড়িত এমন প্রমাণ দেখকাতে না পারায় বুধবার দিল্লি হাইকোর্টে তার জামিন মঞ্জুর করে। তাকে গত ৮ মার্চ দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল।
এ ব্যাপারে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত তার নির্দেশে বলেছেন, আবেদনকারী ইকবালকে ১৫ হাজার টাকার জামিনে মুক্তি দেওয়া হল তার অর্থনৈতিক ক্ষমতা অনুযায়ী। যদিও কোর্ট নির্দেশ দিয়েছে, আবেদনকারী প্রমাণ লোপাট কিংবা সাক্ষীদের প্রভাবিত করার কোনও চেষ্টা করতে পারেব না।
ইকবাল উত্তর পূর্ব দিল্লির চান্দু নগর এলাকায় মাত্র দু কামরার ঘরে থাকে। তার পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। তা সত্ত্বেও তারা ন্যায় বিচার পাওয়ার জন্য লড়ে যাচ্ছে। ইকবালের মতো শতাধিক যুবককে দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এই দাঙ্গায় কমপক্ষে ৫০ জন নিহত হন, যাদের প্রায় সবাই মুসলিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct