আপনজন ডেস্ক: উচ্চ বর্ণ ভেদাভেদ এখনও দেশ থেকে বিদায় নেয়নি। ফলে দলিতদের উপর অত্যাচার বেড়েই চলেছে। এক দলিত সম্প্রদায়ের বর ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার পথে তাকেেউচ্চ বর্ণের লোকেরা নামিয়ে বেধড়ক মারা হল। ঘটনাটি ঘটেছে বুধবার রাজস্থানের ভিলওয়ারা জেলার করেরা থানা এলাকার শিবপুর গ্রামে।
এ ব্যাপারে করেরা থানার পুলিশ ইনচার্জ জগদিশ প্রসাদ জানিয়েছেন, তারা খবর পেয়েছেন একজন দলিত সম্প্রদায়ের বরকে উচ্চ বর্ণের লোকেরা ঘোড়া থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে। তারা ঘোড়ায় চড়ে বিয়েবাড়িতে যাচ্ছিলেন। বরযাত্রীদেরও হেনস্থা করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় ফের উচ্চ বর্ণ ও দলিতদের মধ্যে বিবাদ চরমে উঠতে শুরুর করেছে রাজস্থানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct