আপনজন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি মারা গেলে সাধারণত যে যার ধর্মীয় আচার বিধি মেনে শেষ কৃত্য সম্পন্ন করা হয়ে তাকে। কিন্তু শ্রীরঙ্কা সরকার জানিয়ে দিয়েছে যারােই করোনা ভাইরাসে মারা যাবেন তাদের প্রত্যেখকেই পুড়িযে দেওয়া হবে। এর ফলে, সম্প্রতি যে ১৯ জন মুসলিম করোনা ভাইরাসে সেখানে মারা গেছেন তাদেরকে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ম্রীরঙ্কা সরকার। যদিও মুসলিমরা বারে বারে আবেদন জানিয় এসেছ তাদেরকে কবর দেওয়া হোক।
এ ব্যাপারে গত বুধবার শ্রীলঙ্কা সরকার মুসলিম মৃতদেহগুলিকে পুড়িয়ে ভস্ম করার নির্দেশ দিয়ে জানিয়েছে, তাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে পুড়িয়ে ফেলা হবে। উল্লেখ্য, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি গত মাসে সরকারের কাছে অনুমোদন চেয়েছে যাতে মৃতদেহগুলো পরিবারের সদস্যদের দাফন করার অনুমতি দেয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। বৌদ্ধপ্রধান এই দেশটিতে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। তা হলো, করোনায় মৃত ব্যক্তিদের দাফন করা হলে তা থেকে ভূগর্ভস্থ জল সংক্রমিত হবে এবং এর মাধ্যমে করোনার বিস্তার ঘটবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct