আপনজন ডেস্ক: মাসাধিক কাল চলার পর আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধ মিটেছে। কারাবাখের পুরো এলাকা চলেছে এসেছে আজারবাইজানের হাতে। আজারবাইজানের এ্ যুদ্ধ জয়ে তাদেরকে বিশেষ সমর্থন জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান্। এবার কারাবাখে আজারবাইজানে বিজয় উৎসব পালনে তাই বৃহস্পতিবার আজারবাইজানে গেলেন এরদোগান।
এরদোগানের এই আগমন উপরক্ষে আজারবাইজানে ছিল সাজো সাজো রব। তার আগমন সামনে রেখে বড় আকারের বিজয় কুচকাওয়াজের মহড়া দিতে রাজধানী বাকুজুড়ে ছয় সপ্তাহের লড়াইয়ে আর্মেনিয়ার বাজেয়াপ্ত করা অস্ত্র ও যুদ্ধসম্ভারের প্রদর্শন করছে আজারবাইজান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান কারাবাখ বিজয়কে ‘গৌরবময়’ বলে প্রশংসা করেছেন।
জানা গেছে, বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত ছয় সপ্তাহ ধরে উভয় পক্ষে যুদ্ধ চলে। এতে জয়ী হয়ে আজারবাইজানের সেনাবাহিনী যেসব অস্ত্র আটক করেছে সেসব দিয়ে তারা এরদোগানের আগমনের আগে প্রদর্শনীর মহড়া দিয়েছে। সেই সব সামনে রেখে বৃহস্পতিবার ব্যাপক আয়োজনে এ বিজয় উদযাপিত হয়।
এরদোগানকে সম্মান জানাতে আজারবাইজানের পক্ষ থেকে সামরিক কুচকাওয়াজ ও প্রদশর্ন করা হয়। এদিন এর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভের সাথে বৈঠকও করেন এরদোগান।
গত সেপ্টেম্বরের শেষ দিকে কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের লড়াই শুরু হয়। এতে আজারিদের সামরিকভাবে সহায়তা করে তুরস্ক। যুদ্ধে পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct