আপনজন ডেস্ক: কি কেন্দ্র কি রাজ্য সবাই ধর্ম নিয়ে রাজনীতি করে। বুধবার মুর্শিদাবাদের ইসলামপুর বাজারে কংগ্রেস আয়োজিত এক জনসভায় এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরি। অধীর তার বক্তৃতায় রাজ্য সরকারের সমালোচনার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও চরম সমালোচনা করেন।
অধীন তৃণমূলকে কটাক্ষ করে বলেন, টিএমসি মানে ‘কাট মানি দ্যা কস্ট অর্থাৎ কাটমানি হলো তৃণমূল কংগ্রেসের আসল মূল্য। অধীর দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে বলেন, এসব কোন প্রকল্প নয় শুধুমাত্র মানুষের কাছে ভোট চাওয়ার একটি কৌশলমাত্র। কারণ রাজনৈতিক নেতারা ভোট চাওয়ার সময় ভিখারী হয়ে যায় । এ ব্যাপারে তিনি নিজেকেও ভিখারী বলে মজা করে বলেন, আমিও ভিখারী আমরা ভোটের ভিখারী। কিন্তু দিদির মতো ভোট ভিখারী নয়।
এছাড়াও কেন্দ্র সরকারের লাভ জিহাদ আইন নিয়েও সমালোচনা করেন অধীর। তিনি বলেন, আমি পার্লামেন্টে লাভ জিহাদ নিয়ে প্রশ্ন করেছিলাম যে আজ পর্যন্ত লাভ জিহাদে কতজনকে অ্যারেস্ট করেছেন । কোনও উত্তর মেলেনি। বিজেপি সরকার লাভ জিহাদ নিয়ে সাম্প্রদায়িক খেলা খেলছে অভিযোগ তুলে অধীর বলেন, এক সাংবাদিকের প্রশ্নোত্তরে বলেছিলাম মুসলিম ছেলে হিন্দু মেয়েকে প্রেম করে বিয়ে করলে যদি লাভ জিহাদ হয় তবে হিন্দু ছেলে মুসলিম মেয়ে প্রেম করে বিয়ে করলে সেটা কি লাভ জিহাদ হবে, নাকি তাদের জন্য কোনও আইন নেই। লাভ জিহাদ আইন মুসলিমদের জন্যই কেন হবে সেই প্রশ্ন তোলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct