আপনজন ডেস্ক : লক্ষ্য এবার দিল্লির বিখ্যাত ইসলামিক স্থাপত্য কুতুব মিনার। দিল্লির মেহেরুলি-তে অবস্থিত কুতুব মিনার-এর জায়গায় আগে নাকি হিন্দু ও জৈন ধর্মের বেশ কয়েকটি মন্দির ছিল।আর তাই কুতুব মিনার কমপ্লেক্সে পূজার অধিকার চেয়ে সাকেত জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আবেদনে বলা হয়েছে, বারোশো শতাব্দীতে যে কুতুবুদ্দিন আইবক, দিল্লিতে সুলতানশাহি স্থাপনের আগে সেখানে জৈন তীর্থঙ্কর ভগবান ঋষভ দেব-এর উপাসনাস্থল-সহ ভগবান বিষ্ণু, গণেশ, শিব, সূর্য, হনুমান দেবী গৌরী-সহ মোট ২৭ টি মন্দির ছিল। সেই মন্দির ভেঙে কুতুবুদ্দিন আইবক এই মিনারটি তৈরি করেছিলেন।
এবার সেইসব দেবদেবীদের সেখানে পুনঃস্থাপন এবং তাদের যথাযথ আচার-অনুষ্ঠান সঙ্গে পূজা করার অধিকার চেয়ে আদালতে মামলা। একই সঙ্গে ১৮৮২ সালের ট্রাস্ট অ্যাক্ট অনুসারে, কেন্দ্রীয় সরকারকে কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে অবস্থিত মন্দির কমপ্লেক্সের পরিচালনা ও প্রশাসনের জন্য একটি ট্রাস্ট তৈরি করার নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে ওই মামলায়। ১১৯৯ সালে কুতুব মিনার তৈরি কর শুরু হয়েছিল। ত্রয়োদশ শতাব্দীর এই কাঠামোটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-এর অন্তর্গত। ইতিহাস বলছে, এই স্মৃতিসৌধটি সুলতানশাহি প্রতিষ্ঠার আগের দিল্লি বা ধিলিকা (দিল্লির আগের নাম)-র লাল কোট দুর্গের ধ্বংসাবশেষের উপরে নির্মান করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct