আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল বেরনোর পর কিছুতেই তা মেনে নিতে পারছিলেন না ট্রাম্প। তিনি ভোটে কারচুপি হয়েছে এই অভিযোগ তুলে মামলা করার হুমকি দিয়েছিলেন। নভেম্বর থেকে সেই মামলার কথা বলেই ক্ষান্ত হননি, মার্কিন আদালতে আর্জিও জানান ভোটে কারচুপি হওয়ার অভিযোগ তুলে। কিন্তু ভোটের ফলাফল নিয়ে কারচুপি হয়েছে এই অভিযোগ করার আবেদন খারিজ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। পেনসিলভেনিয়ার মতো নির্ণায়ক প্রদেশে ভোটের ফলাফলের সার্টিফিকেশন প্রক্রিয়া বন্ধ রাখার জন্য ট্রাম্প আবেদন করেছিলেন সে দেশের সর্বোচ্চ আদালতে। কিন্তু ট্রাম্পের সেই আবেদন মঙ্গলবার খারিজ হয়ে গিয়েছে। আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই রায়ের ব্যাখ্যা অবশ্য দেননি। তবে ৯ জন বিচারপতি কেউই এই রায় নিয়ে ভিন্নমত পোষণ করেননি। এর মধ্যে ট্রাম্প নিযুক্ত ৩ জন বিচারপতিও রয়েছেন।
এখনও অবশ্য ট্রাম্প মনেপ্রাণে মানতে চাইছেন না তিনি হেরে গেছেন। জো বাইডেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে গিয়েছেন, তা এখনও অবধি স্বীকার করেননি ট্রাম্প। উল্টো ভোটের ফল বেরনোর পর তিনি এবং তার সমর্থকরা সে দেশের বিভিন্ন আদালতে ভোটের ফল নিয়ে মামলা করেছেন। ট্রাম্পদের করা এ রকম ৫০টি চ্যালেঞ্জ বাতিল করেছে সে দেশের বিভিন্ন আদালত। এ বার তিনি ধাক্কা খেলেন সেদেশের সুপ্রিম কোর্টেও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct