আপনজন ডেস্ক : কলকাতায় এক গুচ্ছ কর্মসূচী নিয়ে হাজির বিজেপি সভাপতি জে পি নাড্ডা। বিমান বন্দরে তাঁকে বরণ করেন বিজেপি কর্মীরা। তবে শহরে পা রাখতেই তাঁকে দেখানো হয় কালো পতাকা। ভবানীপুরে সভার পাশাপাশি আভিষেক বন্দ্যোপাধ্যায়রে কেন্দ্র ডায়মন্ড হারবারেও কর্মিসভায় যোগ দেবেন তিনি। বিমানবন্দর থেকে প্রথমে সোজা দলের হেস্টিংস অফিসে যান বিজেপি সভাপতি। সেখানে দলের নির্বাচনী অফিস উদ্বোধন করার পর ভার্চুয়ালি নয়টি জেলায় দলীয় পার্টি অফিসেরও উদ্বোধন করেন। সেই হেস্টিংয়ে তাঁকে কালো পতাকা দেখানো হয়। আর সেখানে তূণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মীরা। পরিস্থিতি খারাপ হওয়ার আগে পুলিশ দুই পক্ষকে দূরে সরিয়ে দেয়।
এর আগে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ৩৭/২ গিরিশ মুখার্জি রোডে দলের 'আর নয় অন্যায়' কর্মসূচিতে অংশ নেন তিনি। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে দলের লিফলেট তিনি তুলে দিলেন আম জনতার হাতে। এরপর মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে ভোটের প্রস্তুতি নিয়ে কথা বলেন সেখানকার নেতাদের সঙ্গে। চায়ে পে চর্চাতেও যোগ দেন। কালীঘাট মন্দিরে পুজোও দেন। সেখানে বক্তব্যও রাখেন।ভবানীপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে দলীয় বৈঠকে নাড্ডা কর্মীদের ভোটের আগে প্রতিটা মানুষের বাড়িতে গিয়ে প্রচারের পরামর্শ দিলেন। আইসিসিয়ার অডিটোরিয়ামে দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে ও আরও কয়েকটি সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। বৃহস্পতিবার সকালে যাবেন ডায়মন্ডহারবার। নাড্ডার সফর প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'ডায়মন্ডহারবার সন্ত্রাসপ্রবণ এলাকা। ওখানে সর্বভারতীয় সভাপতি গেলে আমাদের কর্মীদের মনোবল বাড়বে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct