আপনজন ডেস্ক: চিনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের কথা নতুন নয়। এবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)এক চাঞ্চল্যকর অভিযোগ করেছে। এইচআরডব্লিউ জানিয়েছে, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পাঠের জন্য জিনঝিয়াংয়ের মুসলিমদের গ্রেফতার করছে চিন। সম্প্রতি এক প্রতিবেদনে এইচআরডব্লিউ এই তথ্য উঠে এসেছে।
এইচআরডব্লিউ বুধবার চিনের মানবাধিকার সম্পর্কিত এক প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়েছে, পর্দা পরা, কুরআন পাঠ এবং হজে যাওয়ার মতো ঘটনার জন্য মুসলিমদের আটক করে চিন। এছাড়া মুসলিমদের সম্পর্ক, যোগাযোগ, ভ্রমণ ইতিহাসের ওপর ভিত্তি করে তাদের বন্দি করা হত।
এইচআরডব্লিউ জিনঝিয়াং সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে, মায়া ওয়াং নামে এক সিনিয়র চিনা গবেষক জানান, তুর্কি মুসলিমদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে দমন-নিপীড়ন চালাচ্ছে চিন।
এইচআরডব্লিউ উদাহরণস্বরূপ দুইটি ঘটনার কথা উল্লেখ করেছে, ১৯৮০ সালে এক ব্যক্তির কুরআন পাঠ এবং ২০০০ সালে স্ত্রীকে হিজার পরার কারণে চিন ওই ব্যক্তিকে আটক করে।
এছাড়া ওই অঞ্চলের লোক ভিপিএন ব্যবহার করে চ্যাট করার কারণেও বন্দি হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct