আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের দাপটে দেশের মানুষ যখন দিশেহারা তখন নতুন আতঙ্ক সৃষ্টি হল অন্দ্রপ্রদেশে। জানা গেছে, এক অজানা রোগের প্রকোপ অন্ধ্রপ্রদেশের এলুরু শহরে ৫০০-র বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এই রোগে ৷ বেশির ভাগ লোকের বমি, মাথা ঘোরা, জ্ঞান হারানো সহ একাধিক লক্ষণ দেখা যাচ্ছে ৷ কারও কারও ক্ষেত্রে মুখ থেকে গেঁজা বেরনোর ঘটনাও ঘটেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা বিষয়টির উপর নজর রাখছেন বলে জানা গেছে ৷ পরিস্তিতি ঘোরালো হয়ে ওঠায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এলুরুতে হাজির হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। সরকারের তরফে পরিস্তিরি উপর নজর রাখা হচ্ছে।
এদিকে, অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে এলুরু শহরে হঠাৎ করেই লোকজন অসুস্থ হতে শুরু করেছেন ৷ তাঁদের বেশিরভাগের মাথা ঘোরা, জ্ঞান হারানো, খিঁচুনি, শ্বাসকষ্ট, ক্লান্তিভাব, বমিসহ একাধিক লক্ষণ দেখা যাচ্ছে ৷ অসুস্থদের এলুরুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অসুস্থ হয়ে পড়া সবাইকে সরকারি তরফে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct