পুরুলিয়া : কেন্দ্রীয় সরকারের কৃষক বিল জনবিরোধী নীতির প্রতিবাদে গর্জে উঠল এবার পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক। এদিন কাশিপুর ব্লকেও প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল কাশিপুর ও পুঞ্চা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
পুরুলিয়ার পুঞ্চা ব্লকের ধাদকি এলাকার প্রতিবাদ মিছিলে অংশ নেন মানবাজার বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারাণী টুডু। এই মিছিলে জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী বলেন, 'বিজেপি পুরুলিয়ায় উত্তরপ্রদেশ থেকে গুন্ডাবাহিনী এনে বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে। আমরা বাংলার মানুষের পাশে সর্বদা আছি। তাই বিধানসভা নির্বাচনের আগে ওরা যতই লাফালাফি করুক আখেরে লাভ ওদের হবে না এটা ওরাও ভালোভাবেই জানে।
পাশাপাশি, এদিন পুরুলিয়ার কাশিপুর ব্লকে এই বিক্ষোভ মিছিলে কাশিপুর বিধানসভার বিধায়ক স্বপন বেলথরিয়া বলেন, কৃষক হত্যাকারী কৃষি বিল এনেছে বিজেপি সরকার। আজ ওরা ট্রেন চালু না করে শুধুই মানুষকে আরও হেনস্থা করছে। জায়গায় জায়গায় আর নয় অন্যায় বলে ভাঁওতাবাজির মিছিল বের করছে অথচ দিল্লির কৃষক বিদ্রোহে নিজেরাই অন্যায় করছে কৃষকদের সাথে। ওদের এই বুজরুকি মানুষ মেনে নেবে না।
এদিন কাশিপুর ব্লকের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, কাশিপুরের তৃণমূল ব্লক সভাপতি সুদেব হেমব্রম সহ এলাকার অন্যান্য নেতাকর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct