আপনজন ডেস্ক : কোভিড ভ্যাকসিনকে সকলের কাছে পৌঁছে দিতে মোবাইল টেকনোলজিতেই ভরসা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'এই অতিমারীর মধ্যে যারা দু:স্থ, গরীব মানুষেরা রয়েছেন, তাঁদের সাহায্য করতে এখন আমরা মোবাইল টেকনোলজির ভরসা রাখছি।'
এই মুহুর্তে ভারতে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা এবং ভারত বায়োটেক তাঁদের তৈরি কোভিড ভ্যাকসিন দেশীয় বাজারে উপলব্ধ করতে জরুরিকালীন অনুমোদন চেয়েছে। এ বিষয়ে মোদি বলেন, 'মোবাইল প্রযুক্তির সাহায্যেই মহামারির সময় ক্যাসলেস লেনদেন আমাদের দারুণ সাহায্য করেছিল।' মহামারির সময় যখন বিশ্ব লকডাইনের রাস্তায় হেঁটেছিল তখন যোগাযোগ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মোবাইল। ভিন্ন শহরের দুটি মানুষের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি স্কুল কলেজ বন্ধ থাকা অবস্থায় শিক্ষার্থীরা ওই মোবাইল ফোনের মাধ্যমেই পড়াশুনা চালিয়ে যেতে পেরেছিল।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'প্রযুক্তি ব্যবহার করে দ্বীপপুঞ্জের বাসিন্দারা উন্নতমানে মোবাইল পরিষেবা পাবেন। আগামী তিন বছরের মধ্যে দেশের সমস্ত গ্রামে হাইস্পিড মোবাইল পরিষেবা দেওয়া হয়েছে। মোবাইল বর্জ্যের উপযুক্ত ব্যহারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। গোটা বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলার জন্য খুব তাড়াতাড়ি দেশে ৫জি পরিষেবা চালু করা হবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct