আপনজন ডেস্ক: দীর্ঘদিন পর ফের সংবাদের আলোয় এলেন বিশিষ্ট গান্ধিবাদী সমাজকর্মী আন্না হাজারে। মঙ্গলবার আন্দোলনরত কৃষকদের সমর্থনে এক দিনব্যাপী অনশন ধর্মঘটে বসে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধ সমর্থন করেন। এ বিষয়ে আন্না হাজারে বলেন, এই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে, যাতে সরকার কৃষকদের স্বার্থে কাজ করার চাপ সৃষ্টি হয়।
এক বার্তায় আন্না হাজারে দিল্লির সীমান্তে কৃষকদের বিক্ষোভের প্রশংসা করে বলেন, এই আন্দোলনের শেষ ১০ দিনে কোনও সহিংসতা হয়নি। তিনি বলেন, ‘আমি দেশের জনগণের কাছে আবেদন করছি যে দিল্লিতে যে আন্দোলন চলছে তা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য পরিস্থিতি তৈরি করা দরকার আর তা অর্জনের জন্য কৃষকদের রাস্তায় নামতে হবে। তবে কারোরই সহিংসতার আশ্রয় নেওয়া উচিত হবে না। উল্লেখ্য, বন্ধ সমর্থন করে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগান সিদ্ধি গ্রামে অনশন শুরু করেন আন্না হাজারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct