আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের প্রভাব সমগ্র বিশ্বজুড়ে। প্রতিবেশী দেশ বাংলাদেশও বাদ যায়নি করোনার থাবা থেকে। করোনার সংক্রমণের জন্য সে দেশে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মেডিক্যাল কলেজগুলোও বন্ধ ছিল। উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে এদেশের বিশেষ করে পশ্চিমবাংলার বহু ছাত্রছাত্রী পড়াশুনা করে। কিন্তু করোনা কারণে এরাজ্যের পড়ুয়ারা আটকে পড়েন বাড়িতে। পরে বাংলাদেশের মেডিক্যাল কলেজে পড়াশুনা করতে যেতে পারেননি লকডাউনের মধ্যে। এখন প্রায় ৯ মাস পরে বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয় তথা মেডিক্যাল কলেজ খুলতে চলেছে। তাই সেই সমস্ত মেডিক্যাল কলেজে এ রাজ্যের পড়ুয়ারা যাতে গিয়ে ফের পড়াশুনায় যোগ দিতে পারে তার জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতার অন্যতম সেরা ও বিশ্বস্ত মেডিক্যাল কনসালট্যান্ট ‘চেকমেট’। কলকাতার পার্ক সার্কাসে হজ হাউসের কাছে অবস্থিত এই বিশ্বস্ত কনসালট্যান্ট বাংলাদেশের রাজশাহীর বারিন্দ মেডিক্যাল কলেজে এ রাজ্যের আটকে পড়া ছাত্রছাত্রীদের পৌঁছে দিতে বিশেষ বাসের বন্দোবস্ত করে। গত ৫ ডিসেম্বর কলকাতা থেকে রাজশাহীর বারিন্দ মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে এই বিশেষ বাসটি রওনা দেয়। মেডিক্যাল পড়ুয়াদের কল্যাণে চেকমেট-এর উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে ছাত্রছাত্রী তথা তাদের অভিভাবকরাও। এ ব্যাপারে চেকমেট-এর পরিচালক কাজী মুহাম্মদ হাবিব বলেন, রাজ্যের মধ্যে একমাত্র ‘চেকমেট’ পড়ুয়াদের স্বার্থে এই ধরনের উদ্যোগ নিয়েছে। তাদের ভবিষ্যতে চিকিৎসক হয়ে ওঠার পথে চেকমেট যে সহযোগিতা করে আসছে, তাহা সব সময়ই করে যাবে। কনসালট্যান্ট হিসেবে তাদের কল্যাণে সবসময়ই নিবেদিত প্রাণ ‘চেকমেট’।
যাত্রাপথে যশোর রোডের ‘ফুড মহল’ পড়ুয়াদের খাবার সরবরাহ করে। ফুড মহলের কর্ণধার রোশনী বলেন, চেকমেট-এর এই অর্ডারে আমরা খুব খুশি ও এটা অবশ্যই আন্তরিক অর্ডার। ডাক্তারি পড়ুয়াদের পরিষেবা দেওয়ার সুযোগ দেওয়ায় চেকমেটকে ধন্যবাদ জানা রোশনী। বাসে উঠে এক ছাত্র অরিন্দম বাগ বলেন, চেকমেটের এই পরিষেবার কোনও তুলনা নেই। চেকমেটের পরিষেবা আমাদেরকে সুনিশ্চিত করেছে। বাসে তুলতে আসা এক ছাত্রের বাবা বলেন, চেকমেট শুধু এখন নয়, সবসময় ছাত্রছাত্রীদের কল্যাণে নিবেদিত প্রাণ। তারা অভিভাবকের মতো ভূমিকা পালন করে থাকে। তাই ধন্যবাদ জানানোর ভাসা নেই।
বারিন্দ মেডিক্যাল কলেজের এক আধিকারিক হাফিজুল আহসান ফোনে আপনজনকে বলেন, গাড়ি পৌঁছতে একটু দেরি হলেও চেকমেট-এর দায়িত্ব পালনে আমরা খুব খুশি। তারা বরাবরই দায়িত্ববান হয়ে উঠে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কনসালট্যান্ট হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct