আপনজন ডেস্ক: ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সঙ্গে বিবাদের জড়িযে পড়ে গ্রিস। তার জেরে তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন অবরোধ জারি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তুরস্ক। এমনকী ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এমন অবরোধ জারি করার ব্যাপারে মূল্যায়ন করেছেন সোমবার। আগামী ১০ ও ১১ই ডিসেম্বর ইইউ নেতাদের বৈঠক বসছে। সেই বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এই অবরোধের সম্ভাবনা দেখা দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, তার দেশ কোন হুমকি বা ব্লাকমেইলের কাছে মাথা নত করবে না। উপরন্ত তিনি সঙ্কট নিয়ে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনডিয়াস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যদেশ সোমবার একমত হয়েছে যে, পূর্ব ভূমধ্যসাগরে বিরোধপূর্ণ জলসীমায় অনুসন্ধান কাজ থেকে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি তুরস্কের।
উল্লেখ্য, গত আগস্ট মাসে ন্যাটোর মিত্র ও ইইউয়ের সদস্য দেশতুরস্ক জ্বালানি অনুসন্ধানে একটি জাহাজ পাঠায় ভূমধ্যসাগরের জলসীমায়। কিন্তু তারা যে জলসীমায় অনুসন্ধান শুরু করে তার মালিকানা দাবি করেছে গ্রিসও। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারপর তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হয় গ্রিস। তার পরিপ্রেক্ষিতে তুরস্কের উপরে ইইউ অবরোধ চাপানোর সম্ভাবনা তৈরি করায় এরদোগান মাথা নত না করার মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct