আপনজন ডেস্ক: গত বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জুম্মার নামাযে হামলা চালিয়ে কমপক্ষে ৫১ জন মুসলিমকে হত্যা করেছিল এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টেরেন্ট। সেমসয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন মুসলিমদের আশ্বাস দিয়েছিলেন অপরাধীর উপযুক্ত শাস্তি হবে। ন্যায় বিচার হবে। কারণ, নিউজিল্যান্ড কোনও ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না।
এই ঘটনার পরই নিউজিল্যান্ডে রয়েল কমিশন নামে একটি তদন্ত কমিশন গঠিত হয় ক্রাইস্টচার্চ হামলার তদন্তের জন্য। যার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। রয়েল কমিশন সেই তদন্তের রিপোর্ট সরকারের কাছে জমা দেবে মঙ্গলবার। যদিও ওই হত্যার অভিযোগে এ বছর আগস্টে সন্ত্রাসী টেরেন্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিউজিল্যান্ডের আদালত। কমিশনের রিপোর্ট মঙ্গলবার নিউজিল্যান্ডের সংসদে প্রকাশ করার কথা।
জানা গেছে, এই তদন্ত কমিশন এ জন্যই গঠন করা হয়েছে যে, তারা তদন্ত করে দেখবে ওই হত্যাকাণ্ডের পিছনে কারা যুক্ত রয়েছে। এছাড়া, নিরাপত্তা বাহিনরি কোনও গাফিলতি ছিল কি না। প্রায় দেড় বছর সময়ে ওই হামলা নিয়ে ৭৯২ পৃষ্ঠার রিপোর্ট তৈরি করা হয়েছে। এতে সংশ্লিষ্ট করা হয়েছে, নিরাপত্তা বিষয়ক এজেন্সির কয়েক শত কর্মকর্তা, মুসলিম সম্প্রদায়ের নেতাদের, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের, ইংল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct