আপনজন ডেস্ক: কেন্দ্রে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক নেতারা মঙ্গলবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছেন। এ ব্যাপারে দিল্লিতে আন্দোলনরত কৃষক নেতারা সোমবার জানিয়ে দিলেন, বনধের ডাক দেওয়া হলেও মঙ্গলবার জরুরি পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটানো হবে না। তাই কৃষক আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা বলেন, কাউকে জোর করে বনধ পালনে বাধ্য না করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে।।
এক সাংবাদিক সম্মেলনে কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, যে নতুন কৃষি আইন পাসের ফলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অবিলম্বে নতুন কৃষি আইন বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকারকে। কৃষকদের দাবি মেনে নিতে হবে কেন্দ্রকে। সেই সঙ্গে আন্দোলনরত কৃষকরা জানিয়ে দিয়েছেন, তারা 'ভারত বনধ' চলাকালীন সকাল ১১ টা থেকে দুপুর তিনটার মধ্যে দেশের জাতীয় সড়কের টোল প্লাজাগুলো নিজেদের দখলে রাখবেন।
তবে, ভারতীয় কিষাণ একতা সংস্থার সভাপতি জগজিৎ সিংহ দললেওয়ালা কৃষকদের শান্তি বজায় রাখার এবং এই বনধকে কার্যকর করার জন্য কোনও বিবাদ না করার আবেদন জানিয়েছেন। রাজেওয়াল বলেন, মোদি সরকারকে আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা নতুন কৃষি আইন প্রত্যাহার ছাড়া অন্য কিছু চাই না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct