আপনজন ডেস্ক: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোমবার ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি স্মারকলিপি জমা দিলেন নবান্নে। এদিন এই সংগঠনের পাঁচজন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে রাজ্যের সংখ্যালগু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব গোলাম আলী আনসারীর সঙ্গে সাক্ষাৎ করে।
তারা আন-এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সাম্মানিক, ছাত্র-ছাত্রীদের সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা এবং ৮২টি মাদ্রাসার নাম বিল্ডিং উন্নয়ন প্রকল্পে নথিভুক্তকরণের দাবি জানান। এই প্রতিনিধিরা জানান, গত ১ ডিসেম্বর সংগঠনের তরফ থেকে যে গান্ধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং গান্ধী মূর্তির পাদদেশে থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই মিছিলের শুরুতেই পুলিশ তাদের গ্রেফতার করে লালবাজারে তুলে নিয়ে যায়। গ্রেফতার হওয়ার পর শিক্ষক-শিক্ষিকারা যখন লালবাজার থেকে জামিন নিতে অস্বীকার করেন, তখন মুখ্যমন্ত্রীর নির্দেশে ৫ জন প্রতিনিধির সাক্ষাতের ব্যবস্থা করে দেন মাদ্রাসা দফতরের সচিব গোলাম আলী আনসারীর সঙ্গে।
এ ব্যাপারে সংগঠনের রাজ্য সভাপতি সেখ জাভেদ মিঞাদাদ বলেন, মাদ্রাসা দফকরে সচিব তাদেরসমস্ত দাবি শুনে জানান, সাম্মানিক সংক্রান্ত ফাইল ফাইনান্স দফতরে পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি পাশ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। এছাড়া আশ্বাস দেন, ৮২ টি মাদ্রাসা বিল্ডিং গ্রান্ট থেকে বঞ্চিত হয়েছে তারাও যাতে অনুদান পায় তারও ব্যবস্থা করা হবে। রাজ্য সম্পাদক পলাশ রোম বলেন, রাজ্য সরকারের মাদ্রাসাগুলির উন্নয়নে এই দাবি পূরণ হলে প্রায় ৪০০০০ ছাত্র ছাত্রী এবং ২৫০০ শিক্ষক শিক্ষিকার দীর্ঘ দিনের সমস্যার সমাধান হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct