আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশে এখন বিজেপি সরকার। সেখানে কোনও ধরনের সরকার বিরোধী আন্দোলনকে প্রশ্রয় দিতে চাইছে না যোগী সরকার। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশ জুড়ে ‘কিষাণ যাত্রা’ ডাক দেওয়ায় সমাজবাদী পার্টি প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ। ১৪৪ ধারা ভঙ্গের দায়ে অখিলেশ যাদব এখন পুলিশি হেফাজতে। হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার সমাজবাদী পার্টির অফিসের সামেন জড়ো হয়েছিলেন বহু সমাজবাদ পার্টির সমর্থক। তাদের নিয়ে ‘কিষাণ যাত্রা’র সূচনা করার কথা ছিল তার। কিন্তু তার আগেই বাড়ির সামনে থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। ফলে, তার ‘কিষাণ যাত্রা’য় যোগ দেওয়া থমকে যায়।
উল্লেখ্য, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব আগেই ঘোষণা করেছিলেন, ৭ ডিসেম্বর থেকে উত্তরপ্রদেশ জুড়ে হবে ‘কিষাণ যাত্রা’। পায়ে হেঁটে, সাইকেলে, মোটর সাইকেল ও ট্রাক্টরে কৃষকরা যোগ দেবেন প্রতিবাদে। তারা নতুন কৃষি আইনের বিরোধিতা করবেন।অখিলেশ যাদবকে পুলিশের গ্রেফতারির খবর চাউর হতেই সমাজবাদী পার্টির কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
সংবাদমাধ্যম সূত্র জানাচ্ছে, সকাল দশটায় কোয়ার্সির কাছে জেলা কার্যালয়ে বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন। পুলিশ তাদেরকে থামিয়ে দেয়। ব্যারিকেড করে ঘিরে ফেলে। তখন তারা সমাজবিাদ পার্টির অফিসের সামনেই ধরনায় বসেন। এতে অংশ নেন, প্রাক্তন বিধায়ক জাফর আলম, রাকেশ সিং, জামির উল্লাহ খান, প্রাক্তন সাংসদ চৌধুরী বিজেন্দ্র সিংহ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct