আপনজন ডেস্ক: নন্দীগ্রাম আর সিঙ্গুরের জমি আন্দোলনকে কেন্দ্র করে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে একের পর এক তৃণমুল নেতা দল ছেড়ে বিজেপিমুখী হতে ফের সেই কৃষক আন্দোলনকেই হাতিয়ার করতে চলেছেন। মেদিনীপুরে দলীয় সভা আজ সোমবার তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কৃষক আন্দোলনকারীদের প্রতি বার্তা দিয়ে বরলেন, মঙ্গলবারের ডাকা বনধে নীতিগতভাবে সমর্থন না থাকলেও আন্দোলনের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন আছে।
কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দিয়ে মমতা অতীতকে টেনে এনে বললেন, নবান্নের ধান ছুঁয়ে তার শপথ, তিনি কৃষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি যেমন ভারতকে ভোলেননি তেমনি, সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই-এর কৃষক আন্দোলনকে ভোলেননি। ভোলেননি কৃষিজীবী মানুষকেও। কৃষকদের আন্দোলনের প্রতি পুরোপুরি সমর্থনের কথা জানিয়ে মমতা যদিও বলেন, দলের নীতি বিরুদ্ধ বলেই বনধকে সমর্থন না করলেও কৃষকদের আন্দোলনের প্রতি তার পুরোপুরি সমর্থন রয়েছে।
এভাবে ফের নন্দীগ্রাম-সিঙ্গুরের কথা উসকে দিয়ে মমতা যে কৃষক আন্দোলনের পথেই এগোতে চান, আগামী বিধানসভা নির্বাচনে তাকে হাতিয়ার করতে চান তা বুঝিয়ে দেন। সেই সঙ্গে ইঙ্গিত দেন, এবার তার লড়াই মূলত কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে। তাই মেদিনীপুরের নির্বাচনী সভা থেকে মমতা কেন্দ্রে বিজেপি সরকারের প্রতি হুঙ্কার দেন, হয় কৃষি আইন প্রত্যাহার করো, নয় ক্ষমতা ছাড়ো।
এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেও মমতা নাম না করে শুভেন্দু অধিকারীর প্রতি বার্তা দেন, দলে থেকে ব্ল্যাকমেল করা যাবে না। তৃণমূলকে দুর্বল করা যাবে না।
মমতা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে বলেছেন, বিজেপি সমাজে বিভিন্ন শ্রেণির মধ্যে বিভাজন তৈরি করে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। হিন্দু-মুসলমান ভাগ করে দিতে চাইছে। এসব রুখতে হবে। তাই যুবকদের প্রতি তার আহ্বান, ছাত্র যুবরা শপথ নাও, বলো যতই চেষ্টা করা হোক না কেন তৃনমূল সরকারকে ভাঙা যাবে না। ২০২১ তৃণমূলের ও বাংলা তাদের দখলে থাকবে সেই আওয়াজ তুলে দেন।
এছাড়া, যেভাবে দলবদলের খেলা চলছে সে কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, স্লোগান তুলুন, লাঠি খাই গুলি খাই তৃণমূল কংগ্রেস ছাড়ছি না ছাড়ব না।
তবে, এদিন মেদিনীপুর কলেজ মাঠের এই জনসভায় রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের জন্য ও রাজ্যের মানুষের জন্য কি কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরে বোঝাতে চান, মমতা মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct