আপনজন ডেস্ক: এ বার GST-তে ১৮ শতাংশ পর্যন্ত ছাড় ও একাধিক আকর্ষণীয় অফার দিছে গাড়িপ্রস্তুতকারী সংস্থা Renault India বিশেষ ভাবে সক্ষমদের জন্য। সংস্থার তরফে সম্প্রতি এক ঘোষণায় জানানো হয়েছে, সমাজের নানা প্রান্তের বিশেষ ভাবে সক্ষম মানুষজনকে এই সুবিধা দেওয়া হচ্ছে অর্থমন্ত্রক ও ভারী শিল্প মন্ত্রকের নির্দেশ অনুযায়ী। দেশের নানা ডিলারশিপের মাধ্যমে একাধিক ডিসকাউন্ট অফারও পৌঁছে দেওয়া হচ্ছে তাঁদের কাছে।
এই স্কিম অনুযায়ী দেশের নানা প্রান্তের বিশেষ ভাবে সক্ষম ক্রেতাদের concessional GST rate অর্থাৎ ১৮ শতাংশ পর্যন্ত ছাড় ও ইন্টারনাল কর্পোরেট ডিসকাউন্ট দিচ্ছে Renault India-র ডিলাররা। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নথির ভিত্তিতে সঠিক মানুষটিকে প্রথমে চিহ্নিত করা হবে। তার পর প্রয়োজনীয় সমস্ত ছাড় দেওয়া হবে। তবে একটি শর্তও বর্তমান। Renault India-র সমস্ত মডেলে কর্পোরেট ডিসকাউন্ট (corporate discounts) দেওয়া হলেও GST-তে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে সাব ৪ মিটার পেট্রোল ভেহিকেল ও ১২০০ cc ইঞ্জিন ক্যাপাসিটির নিচে যে গাড়িগুলি রয়েছে, সেগুলির ক্ষেত্রেই মিলবে GST-তে ১৮ শতাংশ পর্যন্ত।
সমস্ত ছাড় মিলিয়ে, Renault DUSTER মডেলে সর্বোচ্চ ডিসকাউন্ট অর্থাৎ ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা। অন্য দিকে, Renault KWID ও Renault TRIBER মডেলে প্রায় ৯,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
এই বিষয়ে Renault India সেলস অ্যান্ড নেটওয়ার্ক হেড সুধীর মালহোত্রা জানিয়েছেন, এই সমস্ত বিশেষ ভাবে সক্ষম মানুষজন আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজের উন্নয়নে তাঁদের অবদান অনস্বীকার্য। সেই অবদান ও লড়াইকে সম্মান জানাতেই Renault India-এর তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বেশ কয়েকটি মডেলে GST মকুব করে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে এই শ্রেণীর ক্রেতাদের মধ্যেও আরও বেশি করে সহজলভ্য করে তোলা হচ্ছে Renault India-র পরিষেবা। সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে এই সমস্ত মানুষজনের জীবনযাত্রার মানকে আরও সহজ ও সুন্দর করে তুলতেই এই অভিনব উদ্যোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct