আপনজন ডেস্ক : সফল লাভ জনক স্বল্প পুঁজির ব্যবসা হল স্টেশনারী ব্যবসা। স্বল্প পুঁজিতে অনেকেই এই ব্যবসায় সফল হয়েছেন। স্টেশনারী ব্যবসা বলতে আমরা বুঝি শুধূ মাত্র ছাত্র-ছাত্রীদের সরঞ্জাম, কিন্তু না ভালো ভাবে গবেষনা করে এই ব্যবসায় নামলে অনেক দুর অবধি এর ব্যপ্তি খুঁজে পাবেন।
কি কি পণ্য স্টেশনারি দোকানে বিক্রি হয়?
একটি স্টেশনারি দোকানে বই-খাতা, কলম, পেনসিল, রবার, কালার পেন, কাগজ, ক্যালেন্ডার, ক্যালিগ্রাফি সেট, শিশুসুলভ
স্টেশনারি থাকে। তাছাড়া ডেস্ক ঘড়ি, ডায়েরি, খাম, ফোল্ডার, পেন এবং পেনসিল সেট, ফটো আযালবাম, ছবির কাঠামো, বিবাহের আ্যালবাম, লেখা কাগজপত্র সহ অনেক পণ্য বিক্রি করা যেতে পারে।
কেন এই ব্যবসাটি লাভজনক?
এক গবেষনায় দেখা গেছে আমাদের দেশে ২০২১ সালের মধ্যে প্রায় দেশের মোট জনসংখ্যার ৬৫% এর বয়স হবে ১২ থেকে ২৯ বছর। “ যারা এই ব্যবসার মূল ক্রেতা।
* স্টেশনারি পণ্যে শতকরা ১২ থেকে ৩৫ ভাগ বা তার আরো বেশী পর্যন্ত লাভ হয়ে থাকে।
* স্টেশনারি ব্যবসার পণ্যে সাধারনত মেয়াদ শেষ হয়ে যাবে এই রকম চিন্তা নেই।
« ছোট দোকানে অনায়াসে স্টেশনারি ব্যবসা শুরু করা যায়।
* বেশী জনবলের প্রয়োজন হয় না। তবে দোকান বড় হলে ২ থেকে ৩ জনের দরকার হতে পারে।
* স্টেশনারি পন্যের সব সময় চাহিদা থাকে, কারন এটি কোন সিজিনাল ব্যবসা না।
* ক্রেতা নিজ প্রয়োজনে কিনতে আসবে, যা অন্য ব্যবসার ক্ষেএ্রে সাধারনত হয় না।
* স্টেশনারি পন্যের সাথে মোবাইল রিচার্জ, মিনি ব্যাঙ্ক সহ অন্য ব্যবসা করা যায়, যার লাভ দিয়ে অনায়াসে দোকান ভাড়া দেওয়া যেতে পারে।
দোকানের লোকেশনঃ এই ব্যবসায় সফল হতে হলে অব্যশই একটি ব্যাস্ত জায়গায় দোকান নিতে হবে। আসে পাশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস আছে এই রকম জায়গা স্টেশনারি দোকানের জন্য উপযোগী।
দোকান পরিদর্শনঃ ধরুন স্কুল. কলেজ, ইউনিভার্সিটি, অফিস আছে এই রকম জায়গা একটি পেয়েছেন কিন্তু সেখানে ইতিমধ্যে আরো অনেক স্টেশনারি দোকান আছে। তখন সেক্ষেত্রে ওই সব দোকানে কেমন বিক্রি হয় তা জানার চেষ্টা করুন। প্রয়োজনে দোকানদার দের সাথে কথা বলুন। বিক্রি ও বাজার নিয়ে নিজে নিজে গবেষনা করুন।
কোন কোন স্টেশনারি পণ্য আপনি বিক্রি করবেন তা ভাবুনঃ ধরুন আপনি যেই এলাকায় ব্যবসাটি শুরু করবেন তার আসে পাশে স্টেশনারি দোকান আরো ২টা আছে। তারা যেই সহ পণ্য বিক্রি করে আপনাকে সেই সব পণ্য বিক্রি তো করতেই হবে, তার সাথে নতুন কি কি বিক্রি করা যায় তা ভাবুন। হতে পারে জেরক্স, মোবাইল রিচার্জ, মগ বা গিফ্ট প্রিন্ট ইত্যাদি।
সব শেষে বলা যায়, লাভজনক ব্যবসা হিসাবে স্টেশনারি ব্যবসা করে সফল হতে পারবেন, যদি সঠিক জায়গায় দোকান নিতে পারেন এবং সঠিক পণ্য দিযে গ্রাহকে খুশি করতে পারেন। মিষ্টভাষী মানুষের জন্য এই ব্যবসা আরেক ধাপ সহজ হযে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct