আপনজন ডেস্ক : নতুন বছরের ২০ জানুয়ারি ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসের দায়িত্ব নিতে চলেছেন জো বাইডেন। এর আগেই নির্বাচনের সম্পূর্ণ ফলাফল ঘোষিত করা হল। তাই সরকারিভাবেই প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৫৫ ইলেকটোরাল কলেজকে কর্তৃপক্ষ বাইডেনের পক্ষে ভোট দিতে নিয়োগ করেছিল। তাতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় নিশ্চিত হল বাইডেনের।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স পাডিলা আনুষ্ঠানিকভাবে রাজ্যের নির্বাচনের ফলাফল অনুমোদন দেওয়ার পর বাইডেনকে ভোট দিতে প্রতিশ্রুতিবদ্ধ এমন ইলেকটোরাল কলেজের সংখ্যা দাঁড়ায় ২৭৯টিতে। নির্বাচনে জিততে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এসব পদক্ষেপ কেবল আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়। কিন্তু এবার নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা গোপন পদক্ষেপ এবার নতুন মাত্রা যোগ করেছে। এখনও তিনি প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়কে অস্বীকার করে যাচ্ছেন এবং নির্বাচনের ফল পাল্টে দিতে অব্যাহতভাবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct