আপনজন ডেস্ক: লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাদের হাতে ২০জন ভারতীয় সেনার মৃত্যুর পর চিনের সঙ্গে সীমান্ত বিবাদ লেগেই রয়েছে। এর আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি চিন সেনারা নানা অবস্থান নিয়ে থাকায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল লাদাখ সীমান্তে চিনা সেনাদের তৎপরতা। এবার অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে চিন অন্তত তিন গ্রাম তৈরি করেছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।
এনডিটিভি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি মাসে উপগ্রহ চিত্র সূত্রে প্রথম জানা যায় তিনটি দেশের সংযোগস্থল সংলগ্ন বুম লা পাস থেকে পাঁচ কিলোমিটার দূরে ফাঁকা এলাকায় কিছু বাড়ি তৈরি করছে চিন। কিন্তু এখন চিন বম লা পাস থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কমপক্ষে তিনটি গ্রাম তৈরি করেছে যা অরুণাচল প্রদেশের ভারত, চিন এবং ভুটানের মধ্যে ত্রি-সংযোগের কাছে অবস্থিত।
এ ব্যাপারে চিনা পর্যবেক্ষক ড. ব্রহ্ম চেল্লানি বলেছেন, চিন তার সীমান্ত এলাকায় দাবি জোরদার করতে এবং সীমান্তের অনুপ্রবেশকে আরও বাড়াতে ভারত সীমান্তে চিনা হান ও তিব্বতি সদস্যদের বসতি স্থাপনের কৌশল ব্যবহার করে আসছে।
উল্লেখ্য, নতুন স্যাটেলাইট চিত্রগুলি ২০১৭ সালে ভারতীয় ও চিনা বাহিনীর মধ্যে ডোকলাম ফেস-অফ সাইট থেকে মাত্র সাত কিলোমিটার দূরে ভুটানের সার্বভৌম অঞ্চলে চিনা গ্রাম নির্মাণের উচ্চ-রেজোলিউশনের উপগ্রহ চিত্র প্রকাশিত হওয়ার পর এবার সামনে এসেছে। অরুণাচল সীমান্তে তিনটি গ্রাম তৈরির বিষয়টি প্রকাশ্যে আসার পরেই অবশ্য নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct