আপনজন ডেস্ক: Google সাল ২০২০-র জন্য সেরা মোবাইল অ্যাপের তালিকা প্রকাশ করেছে। গুগল প্রতি বছর এই লিস্ট তার প্লে-স্টোরে অ্যাপসের পারফরমেন্স এবং ডাউনলোড এর ভিত্তিতে প্রকাশ করে। Google এর মধ্যে তিনটি লিস্ট প্রকাশ করেছে যার মধ্যে সেরা অ্যাপস, গেমস অফ দ্য ইয়ার এবং Choice Awards 2020 অন্তর্ভুক্ত রয়েছে। Sleep stories for calm sleep - Meditate with Wysa কে এই চলতি বছর অর্থাৎ ২০২০ সালের সেরা অ্যাপ খেতাব দেওয়া হয়েছে। অন্যদিকে Legends of Runeterra কে সেরা গেমের খেতাব দেওয়া হয়েছে।
ফন ক্যাটেগারিতে ভারতীয় অ্যাপ Pratilipi সেরা অ্যাপের এওয়ার্ড পেয়েছে। প্রতিলিপি অ্যাপে, আপনি অডিও / টেক্সট ফরম্যাটে বই পড়তে পারেন। হিন্দি, মারাঠি সহ ১২টি ভাষায় এই অ্যাপ উপলভ্য রয়েছে। পাশাপাশি এই অ্যাপে রয়েছে পডকাস্ট এর সুবিধা। এখনও পর্যন্ত এই অ্যাপটি ১ কোটিরও বেশিবার ডাউলোড করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct