আপনজন ডেস্ক: হায়দরাবাদ পুরসভা নির্বাচনে মূলত তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির ভোট ব্যাঙ্কে থাবা বসিয়ে এবার বেশ ভাল ফল করল বিজেপি। তবে, আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম-এর আসনে তেমন থাবা বসাতে পারেনি। গতবারের তুলনায় টিআরএস-এর ব্যাপাক অসন কমলেও মিম-এর আসন মাত্র একট কমেছে। আর টিআরএসের আসান কমিয়ে বিজেপি প্রায় ১০ গুণ আসন বাড়িয়ে নিয়েছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে হায়দরাবাদ পুরসভায় টিআরএস এবারও পরম্পরা ধরে রেখেছে।
শুক্রবার রাত, ১০টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ১৫০টি আসন বিশিষ্ট হায়দরাবাদ পুরসভা নির্বাচনে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পেয়েছে ৫৬টি আসন। বিজেপি পেয়েছে ৪৯টি, মিমি ৪৩টি। আর কংগ্রেস পেয়েছে মাত্র দুটি আসন।
এদিন সকালে গণনা শুরুর হওয়ার প্রথম দিকে সবাইকে চমকে দিয়ে টিআরএস ও মিমকে পিছনে ফেলে দিয়ে অনেক এগিয়ে তাকে বিজেপি। কিন্তু পরে জানা সেটি ছিল পোস্টাল ব্যালটের গণনা। বেলার দিকে আস্তে আস্তে স্পষ্ট হয়ে ওঠে ফলাফলের গতিপ্রকৃতি।
পরিসংখ্যান বলছে, ২০১৬-র পুরনির্বাচনে ৯৯টি আসন পেয়েছিল টিআরএস। মিম পেয়েছিল ৪৪টি আসন। বিজেপির আসন সংখ্যা ছিল মাত্র ৪। কংগ্রেসের দখলে ছিল ২টি আসন। ১৫০টি আসনে প্রার্থী দিয়ে টিআরএসের আসন এবার ৯৯ থেকে কমে ৫৬ হয়েছে। যদিও মাত্র ৫১ আসনে প্রার্থী দিয়ে গতবারের থেকে মাত্র একটি আসন কমে ৪৩টি আসন পেয়েছে মিম। যদিও কংগ্রেসে তাদের আগের আসনই ধরে রেখে এবারেও পেয়েছে। ১৪৯ আসনে বিজেপি প্রার্থী দিয়ে পেয়েছে ৪৯টি আসন। তবে ১০৬টি আসনে প্রার্থী দিয়ে একটাও আসন পায়নি তেলেগু দেশ পার্টি।
উল্লেখ্য, এবারের হায়দরাবাদ পুরসভা নির্বাচনে অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো তাবড় তাবড় বিজেপি নেতারা বলেছিলেন, হায়দরাবাদে মিম আর টিআরেএস-এর জমানা শেষ হবে। আসাদউদ্দিন ওয়াইসির ‘গড়’ বলে পরিচিত ওল্ড সিটি হায়দরাবাদ শহরের নাম বদলে ‘ভাগ্যনগর’ করার দাবি তুলেছিলেন যোগী। কিন্তু মিম তাদের ভোটব্যাঙ্ক প্রায় পুরোটাই ধরে রেখেছে। প্রসঙ্গত, এবার মিম-এর টিকিটে কয়েকজন অমুসলিম প্রার্থী জিতেছেন। তেমনি টিআরিএস-এর হয়ে বেশ কয়েকজন মুসলিম প্রার্থী জিতেছেন। উভয় দলেরই মহিলা প্রার্থী জিতেছেন। গতবার টিআরএসের সঙ্গে মিম-এর জোট বেঁধে পুরসভা চলছিল।
বিজেপির এই সাফল্যে, অমিত শাহ ট্যুইট করে মোদির প্রতি আস্থা রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও বলেছেন, আশার থেকে ২০-২৫ টি আসন কম হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। এবার হায়দরাবাদ পুরসভার মেয়রের পদ সংরক্ষিত হয়েছে মহিলার জন্য। তাই দেখার কে ওই পদে আসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct