আপনজন ডেস্ক: অযোধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে বাবরি মসজিদের পরিবর্ত জমিতে মসিজদ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে সুন্নী বোর্ড মনোনীত ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টকে। কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশের সরকারের মনোনীত সদস্যদের তাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির গঠন করার জন্য তৈরি শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারের মনোনীত সদস্য রয়েছেন। সেই মতো মসজিদ গড়ার কমিটিতেও কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারের মনোনীত সদস্য অন্তর্ভুক্ত করার জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ আবেদন করেন দুই আইনজীবী শিশির চতুর্বেদী ও করুণেশ কুমার শুক্লা। কিন্তু বিচারপতি আর নরিম্যানের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কোর্টের বেঞ্চ তা খারিজ করে দেয়।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ২০১৯ সালের ৯ নভেম্বর রাম জন্মভূমি-বাবরি মসজিদ সম্পর্কে ঐতিহাসিক মামলার রায় দেয়। ওই রায়ে পাঁচ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এবং অযোধ্যায় একটি মসজিদ নির্মাণের বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়। সেই মামলা অনুসারে, তিনজন সরকার মনোনীত প্রার্থীকে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের জন্য রাখা হয়েছিল।
সুপ্রিম কোর্ট কেন্দ্রটিকে মন্দিরটি নির্মাণের জন্য তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট গঠনের নির্দেশ দিয়েছিল, কিন্তু মুসলমানদের বরাদ্দকৃত পাঁচ একর জমির জন্য এ জাতীয় কোনও নির্দেশ জারি করা হয়নি। আদালত বলেছিল যে জমিটি ব্যবহারের জন্য সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড স্বাধীনতা পাবে।
এরপর এ বছরের ২৯ জুলাই মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট গঠন করে। এই ট্রাস্ট অযোধ্যায় পাঁচ একর জমিতে শুধু মসজিদ নয়, হাসপাতাল সহ সংস্কৃতি চর্চাকেন্দ্রও তৈরি করছে।
যদিও সুপ্রিম কোর্টে আবেদনকরাী দুই আইনজীবী আবেদন জানান, জনগণের শান্তি বজায় রাখতে এবং ট্রাস্টের তহবিলের অপব্যবহার নিয়ন্ত্রণ করতে কঠোর নজরদারি ও তদারকি করার জন্য অযোধ্যার বিভিন্ন বাসিন্দা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কিছু প্রতিনিধিত্ব চান। কেন্দ্রীয় শৃঙ্খলা রক্ষায় জনগণের শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনও ত্রুটি যাতে না ঘটে তার জন্য সরকার মনোনীত সদস্য নিয়োগ প্রয়োজন সুন্নী ট্রাস্টের গঠিত কমিটিতে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই ধরনের কোনও সুযোগ নেই বলে জানিয়ে দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct