মিলটন মণ্ডল, রানাঘাট: দিল্লির কৃষক আন্দোলনের ঢেউ আঁচড়ে পড়লো বাংলায়। থেমে নেই জেলাও। নদিয়ার রানাঘাট ২নং ব্লকের ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করলো জেলা কৃষক সংগঠনগুলি। সকাল ১০টা থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং ১১টা থেকে ১২টা পর্যন্ত পথ অবরোধ চলে। সবশেষে প্রধানমন্ত্রী'র কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নদিয়ার ২৪টি জায়গায় এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছিল বলে খবর। এছাড়াও রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে দিল্লীতে যে কৃষক আন্দোলন চলছে সেই আন্দোলনকে সংহতি জানিয়ে নদিয়া জেলা কৃষক সংগঠনের পক্ষ থেকে রানাঘাট ২ নং ব্লকের ৩৪ নং জাতীয় সড়ক ঘাটিগাছা মোড়ে প্রতিবাদ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হল শুক্রবার।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধায়ক রমা বিশ্বাস, কৃষক ক্ষেত মজুর ও ক্ষেত মজুর এর পক্ষে অরুণ সিং, কৃষকসভার জেলা সভাপতি চঞ্চল কর, গৌতম বিশ্বাস, শ্যামল বিশ্বাস প্রমুখ।
এদিনের কর্মসূচি নিয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক রমা বিশ্বাস জানিয়েছেন, "কৃষি আইন বাতিল করতে হবে। সবাই তো আর দিল্লিতে যেতে পারবে না। ভারতবর্ষের ৭০ ভাগ জনসাধারণ কৃষিকাজের সঙ্গে সম্পর্কযুক্ত। এই আইনের ফলে ক্ষতিগ্রস্থ হবে শুধু কৃষকরা নয়, তার সঙ্গে আমাদের খাদ্য-নিরাপত্তা, দেশের স্বনির্ভরতা। তারমানে, সরকারের কর্মচারী হয়ে কাজ করছে, তাদেরও দায় নেবে না সরকার। কৃষক ফসলের দাম পাবে না। এটা সামগ্রিক ভাবে সকলের ক্ষতি। দিল্লিতে আইন পালটানোর জন্য অনেক দিন থেকে বিভিন্ন ভাবে বলা হচ্ছে, সরকার তাতে কোনও কর্নপাত করছে না। এই যে লকডাউন করে মানুষকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছে। মানুষ প্রাণের ঝুঁকি নিয়েই জমায়েত করছে, সবাই তো আমরা সেখানে যেতে পারছি না। আমার জায়গায় আমাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই আন্দোলনকে সমর্থন করতে হবে। আমি কৃষকের এই আন্দোলনের পক্ষেই আছি।"
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct