আপনজন ডেস্কঃ প্রকাশ্য রাস্তায় দিনেদুপুরে অভিনব কায়দায় কেপমারির ঘটনা ঘটল হাওড়ার শিবপুর থানা এলাকায়। অভিযোগ, এক পথচলতি বৃদ্ধার কাছে সাহায্য চেয়ে কেপমারি করে ২ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে পালায় দুই কেপমার। বৃদ্ধার গলার সোনার চেন, হাতের বালা ও তিনটি আংটি কেপমারি হয়। শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। এদিন পথচলতি ওই বৃদ্ধার কাছে সাহায্য চেয়ে বৃদ্ধার সর্বস্ব হাতিয়ে নিয়ে পালায় দুই যুবক। প্রায় ২ লক্ষ টাকার গহনা লোপাট গেছে বলে দাবি বৃদ্ধার ছেলের। হাওড়ার শিবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সকালে শিবপুরের সন্ধ্যাবাজার এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা প্রসঙ্গে বৃদ্ধার ছেলে হেমন্ত কুমার শর্মা জানান, মা হাওড়া ময়দান থেকে সন্ধ্যাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তায় আলাপ জমিয়ে মায়ের কাছে কিছু সাহায্য চাওয়ার নাম করে এক কেপমার গল্প ফাঁদে। ইতিমধ্যেই সেখানে চলে আসে কেপমারের আরও এক সঙ্গীও। এরপর দুজনে মিলে ভুল বুঝিয়ে কেপমারি করে মায়ের সব সোনার গয়না হাতিয়ে নিয়ে এরা চম্পট দেয়। ঘুরে আসছি বলে ওরা মাকে অপেক্ষা করতে বলে, ওই এলাকা থেকে চম্পট দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ওই যুবকেরা সেখানে ফিরে না আসায় মা আমাকে ফোন করে ডাকেন। গোটা ঘটনাটি থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রী অ্যাপার্টমেন্টের একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে। প্রায় ২ লক্ষ টাকা মূল্যের গহনা খোওয়া গেছে।
প্রতারিত বাসন্তী দেবী শর্মা থানায় অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct