আপনজন ডেস্ক: হাজী আলী দরগাহ দক্ষিণ মুম্বাইয়ের ওরলি উপকূল থেকে ৫০০ মিটার দূরে আরব সাগরের বুকে অবস্থিত একটি মসজিদ ও দরগাহ। দরগাহটি ইন্দো-ইসলামিক স্থাপত্য শৈলীর একটি সূক্ষ্ম উদাহরণস্বরূপ, দরগাহটিতে ঘুমিয়ে আছেন “সৈয়দ পীর হাজী আলী শাহ বুখারী”। দরগাহটি ১৪৩১ সালে স্থাপন করা হয়। এখানে প্রতি সপ্তাহে লক্ষাধিক দর্শনার্থীর ভিড় হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct