আপনজন ডেস্ক: সর্বভারতীয় সংখ্যালঘু ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন বা এসআইও-র নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সালমান আহমেদ। মহারাষ্ট্রের বাসিন্দা সালমান ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় সম্প্রতি একটি বৈঠকে এসআইও-র এই সাংগঠিনিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানেই নবনির্বাচিত এসআইও-র কমিটির কথা ঘোষণা করা হয়।
জান গেছে, প্রতি দুবঝর অন্তর দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিষদের সদস্য নির্বাচিত করার জন্য জড়ো হন। এ বছর করোনা সংক্রমণের কারণে এই বছর নির্বাচন বিশেষ সতর্কতার সঙ্গে এই নির্বাচিন অনুষ্ঠিত হয়। নির্বাচনের কিছু অংশ অনলাইনে পরিচালিত হয়।
উল্লেখ্য, সংখ্যালঘু ছাত্রসংগঠন এসআইও দেশের বিভিন্ন প্রান্তের কলেজ-বিশ্ববিদ্যালয়গুরিতে উপস্থিতি রেখেছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল, জেএনইউ, এইচসিইউ, জামিয়া প্রভৃতি। এসআইও প্রাথমিকভাবে শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষা কেন্দ্রিক সমস্যা দূরীকরণে বেশ সক্রিয়।
এবার এসআইও-র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আহমেদ মুজাক্কির। মুজাক্কির মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের অংশ হিসেবে সর্বভারতীয় সেক্রেটারি পদে এসেছেন হলেন নিহাল কিদিয়ূর, ডা. নাসিম আহমেদ, তাহুর আনোয়ার, রামিয়াস ই কে, মুসাব কাজী, ফওয়াজ শাহীন এবং আবদুল হাফিজ।
অন্যান্য কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, আমজাদ আলী (কেরল), ডাঃ তালহা ফাইয়াজউদ্দিন (তেলেঙ্গানা), আবদুল্লাহ আজম (বিহার), উসামা হামেদ (এএমইউ), জুলকারনাইন হায়দার (দিল্লি), সালমান খান (দক্ষিণ মহারাষ্ট্র), মুসাদ্দিক মুবেন (রাজস্থান), ডা. লুকমান আহমেদ (তেলেঙ্গানা), ওসামা আকরাম (তেলেঙ্গানা), সুজাউদ্দিন ফাহাদ (উত্তর মহারাষ্ট্র), আবদুল কুদ্দুস সুহাইব (কর্নাটক), এহতেসামুল আবরার (ঝাড়খণ্ড) এবং মুহাম্মদ সা টি কে(কেরল)। তবে, বাংলা থেকে কেউ স্থান পাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct