আপনজন ডেস্ক : এবার 'দুয়ারে সরকার' ক্যাম্পের আয়োজন করা হল কলকাতার ৬৬ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার তপসিয়া স্পোর্টস ফেডারেশনের মাঠে সরকারের প্রতিটি প্রকল্প নিয়ে হাজির হন প্রতিনিধিরা। এদিনের ক্যাম্প ঘিরে এলাকার মানুষের মধ্যে চরম উৎসাহ দেখা দেয়। সকাল ১০ থেকে ক্যাম্প ঘিরে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত। চলে বিকেল পর্যন্ত। এদিন ক্যাম্পের তদারকিতে দেখা গিয়েছে এলাকার কোআর্ডিনেটর ফৈয়াজ আহমেদ খানকে। দুপুরে এক ফাঁকে সমস্ত কাজে ঠিকমত হচ্ছে কি না? তা তদারকি করতে আসেন জাভেদ আহমেদ খান। তিনি লাইনে থাকা মানুষের সঙ্গে কথাও বলেন এবং প্রকল্পগুলি সম্পর্কে তাদের সচেতন করেন।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই অন্যান্য জায়গার মত এই ওয়ার্ডেও দুয়ারে সরকারের ক্যাম্প করা হল। সরকারি প্রকল্পগুলিকে সাফল্যমন্ডিত করতে এবং জনসাধারণকে সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা পাইয়ে দিতে এই চিন্তা। আজ ৬৬ নম্বর ওয়ার্ডে মানুষের কাছেও তা পৌঁছে দেওয়া হল। তাতে অনেকেই উপকৃত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সময়ই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে গিয়েছে। এই সরকার আসার পর অনেকেই সুযোগ-সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন। তাই আরও বেশি করেই দুয়ারে সরকারের মাধ্যমে প্রকল্পগুলিকে মানুষে কাছে আনা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct